পারিজাত মোল্লা, মঙ্গলকোট, ৩ অক্টোবর ২০২১। অজয় নদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এবং বীরভূমের নানুর এলাকা। অজয় নদের এপারে মঙ্গলকোট এবং ওপারে নানুর অবস্থান করছে।চলতি সপ্তাহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার এলাকাবাসী। দুই ব্লকের প্রশাসন সুত্রে প্রকাশ, দশ হাজারের বেশি মাটির বাড়ি ভেঙে গেছে, দুশোর বেশি মৌজার কৃষি জমি ক্ষতিগ্রস্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে রবিবার বীরভূমের নানুরের সুন্দুরপুর সংলগ্ন এলাকায় বন্যাকবলিত।শতাধিক পরিবারকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ‘সত্য সুষমা ফাউন্ডেশন’ , ‘ফাইন্ড ট্রাস্ট’ ও ‘সত্য নারায়ণ কোল্ড স্টোরেজ’ এর যৌথ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শুকনো খাবার এবং বস্ত্র বিতরণ করা হয় এই মহতী কাজে খুশি বন্যা দুর্গতরা।
অজয় নদে দুর্গতদের ত্রাণ বিতরণ….।

More from SocialMore posts in Social »
- অসমের বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘ আশ্রমের…।
- Manipal Hospitals and KMC Ward 109 Mark World Environment Day with Green Warriors….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
- নির্যাতিত পুরুষদের সামাজিক ও আইনী সাহায্য প্রদান এবং পুরুষের সমানাধিকারের দাবীতে মঞ্চে এবার “পুরুষাধিকার DOTCOM”….।
Be First to Comment