গোপাল দেবনাথ : কলকাতা, ৪ মে ২০২২। অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে সুপর্ণা দাশগুপ্তের শ্রীস ক্রিয়েশন এর উদ্যোগে জ্ঞানমঞ্চে উপহার দিল অসাধারণ মনমাতানো এক রঙ্গীন সন্ধ্যা। শহর কলকাতার দর্শক শ্রোতারা উপভোগ করলেন সেই সন্ধ্যা। গত ২৮ বছর ধরে প্রতিনিয়ত নিত্যনতুন শাড়ি ও হালকা গয়নার সরঞ্জামের আধুনিক ও ঐতিহ্যশালী ধারাকে বহন করে নিয়ে চলেছেন সুপর্ণা দাসগুপ্ত নিজের তৈরি করা বুটিক শ্রীস ক্রিয়েশন। ২৮ তম বর্ষকে মাথায় রেখে এই বর্ষপূর্তির অনুষ্ঠান।
সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরলেন এক পরিকল্পিত নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো এবং শ্রুতি নাটকের। উৎসব মঞ্চেই উৎসবের আঙিনায় তুলে ধরলেন উৎসব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক সুন্দরী নারীদের পুরস্কার প্রদান। শারদ সুন্দরী, শ্যামা সুন্দরী, বসন্ত সুন্দরী, বৈশাখী সুন্দরী পুরস্কারে সজ্জিত সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দিলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীপান্বিতা হাজারী,অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি এবং সুপর্ণা দাসগুপ্ত।
উৎসবের সঙ্গে সাযুজ্য রেখে শারদ,শ্যামা, বসন্ত, বৈশাখী’র গানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন শর্মিষ্ঠা বিষ্ণু ও তপন হাজরা সহ অন্যান্য বিশিষ্ট নৃত্য শিল্পীগন। মৌসুমী নায়েকের অভূতপূর্ব কোরিওগ্রাফে মিস বেঙ্গল খ্যাত সুস্মিতা রায় সহ কলকাতার জনপ্রিয় মডেল কন্যারা পরিবেশন করলেন উৎসবের আঙিনায় সুপর্ণা দাসগুপ্ত রঙিন পোশাকে উজ্জ্বল এক র্যাম্প শো।
সাংসদ শতাব্দি রায় কন্যা সামিয়ানা ব্যানার্জি এবং ছোট্ট অভিনেতা প্রজিত বোসের উপস্থাপনায় ভাতৃদ্বিতীয়ার র্যাম্প শো ছিল এককথায় নজরকাড়া।
সুপর্ণা দাশগুপ্তর সামগ্রিক ভাবনায় এদিন মঞ্চ সঞ্চালনায় ছিলেন নারায়ণ সেনগুপ্ত এবং নাইস।
Be First to Comment