Press "Enter" to skip to content

রবীন্দ্র আলোচনাঃ ‘রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিদ্যাসাগর’

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, সম্প্রতি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র জীবনানন্দ সভাঘরে ‘সঙ্গীত তরঙ্গ’ আয়োজন করেছিলো সাহিত্য ও সংস্কৃতির এক মনোজ্ঞ অনুষ্ঠানের। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অব্যয় চট্টোপাধ্যায়। সঙ্গীত তরঙ্গের সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল বিশেষ রবীন্দ্র আলোচনা। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রবীন্দ্র গবেষক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ইউ.কে.) কর্তৃক শংসাপত্র প্রাপক ড.বিবেকানন্দ চক্রবর্তী। ড. চক্রবর্তীর আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিদ্যাসাগর’। তাঁর বক্তব্যে ড. চক্রবর্তী বলেনঃ “রবীন্দ্রনাথ তাঁর কবি জীবনের ভ্রুণাবস্থার চিত্রটি উদঘাটিত করতে গিয়ে যাঁকে স্মরণ করেছিলেন তিনি কবি ছিলেন না, ছিলেন একজন গদ্যশিল্পী। অথচ সেই গদ্যশিল্পীর রচনার মধ্যেই পরবর্তীকালের বঙ্গসাহিত্যের শ্রেষ্ঠ কবি শুধু নয়, বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তাঁর আদি কবির প্রথম কবিতাকে খুঁজে পেলেন এ এক আশ্চর্য ঘটনা”। ঐদিনের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বিধায়ক ভট্টাচার্য্য, বিপ্লব মজুমদার, রীনা মন্ডল কয়াল, রাজীব সরকার। পরিবেশিত হয় শ্রুতি নাটকঃ ‘মাল্যদান’, ‘অন্ধকারের আলো’, ‘গুরুদেব’, ‘একান্ত’, ‘যখন সন্ধ্যা নামে’, ‘সংসার আশ্রম’, ‘বন্ধ্যা’, ‘জলসাঘর’ ও ‘যোগাযোগ’। বিভিন্ন পর্বের শ্রুতি নাটকে অংশগ্রহণ করেনঃ রুবী রায়, লীনা ভট্টাচার্য্য, তৃষ্ণা আচার্য, অনিন্দ্য গুপ্ত, মিঠু বোস, রূপা ভদ্র, গৌরব দে, প্রসূন ভট্টাচার্য্য ও সঞ্জীব জানা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *