Press "Enter" to skip to content

ডিজিসলের নতুন উদ্ভাবন…

Spread the love

সুজিত চট্টোপাধ্যায়

বিজ্ঞানের জয়যাত্রা ক্রমশ গতি বাড়াচ্ছে হচ্ছে নতুন নতুন উদ্ভাবন।মোবাইলফোন,ট্যাবলেট কমপিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স গেজেটের ব্যবহার বাড়ছে হু হু করে। ফলে অত্যাধুনিক গেজেটের প্রয়োজনীয়তাও বাড়ছে প্রতিনিয়ত। গত তিন দশক ধরে দেশের তৃতীয় স্থানে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে ডিজিসল সিস্টেমস লিমিটেড। সংস্থার তরফে দেবেন্দ্রনাথ জানালেন, এই মুহূর্তে তাঁরা বাজারে এনেছেন স্টাকচার্ড ক্যাবেলিং সল্যুশন সিরিজ কনভার্জএক্স।
যা ডেটা,ভয়েস ও ভিডিও ট্রাফিকের সুচারু সমন্বয় সাধন করে।
আগামী প্রজন্মের ডেটাযোগাযোগ পরিষেবা গুলিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন করে গড়ে তুলতে এই সংস্থার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।
সংস্থার প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা কে আর নায়েক তাঁর সুযোগ্য পরিচালক মন্ডলী প্রদীপ অনন্ত রানে ,পঙ্কজ মাধব বালিগা ,আর টি নায়েক ও নটরাজন নারায়ণন
শংকরা প্রযুক্তিগত নির্মাণে পরিবেশ বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন। উদ্ভাবিত নতুন পণ্যটির সার্কিট নির্মাণে ঝালাই দেওয়ার ক্ষেত্রে সীসা বা কোনো ধাতু ব্যবহার করছেন না। এইদেশে বিনা ধাতু সোল্ডারিংব এ পণ্য উৎপাদন করা হয়েছে।
পণ্য আধিকারিক প্রদোষ নাদকারনি পার্ক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, ডিজিসল সংস্থা পণ্যের নকশা ,গুণমান ,উৎপাদন ক্ষমতার পাশাপাশি বিক্রয়ত্তর পরিষেবার ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে থাকে। ছবি- গোপাল দেবনাথ

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *